প্রকাশিত: Mon, Dec 5, 2022 2:39 PM
আপডেট: Tue, Apr 29, 2025 5:36 AM

ফুটবল নাকি সকার টুইটারে বাইডেন-মার্ক রুটের খুনসুটি

খালিদ আহমেদ: বড় ব্যবধানে হারিয়ে দিয়ে কাতার বিশ্বকাপের গ্রæপ পর্ব থেকে যুক্তরাষ্ট্রকে বাড়ি পাঠিয়ে দিয়েছে নেদারল্যান্ডস। ম্যাচটি মাঠে গড়ানোর আগে ও পরে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে খুনসুটিতে মেতে ওঠেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুট। টাইমস অব ইন্ডিয়া

ম্যাচটি মাঠে গড়ানোর আগে দলকে শুভকামনা জানিয়ে টুইটারে একটি ভিডিও পোস্ট করেন জো বাইডেন। ১৩ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট একটি ফুটবল হাতে নিয়ে বলছেন, ‘এটাকে বলা হয় সকার। এগিয়ে যাও ইউএসএ দল। আমি জানি, তোমরা এটা পারবে।’

প্রেসিডেন্টের এই শুভকামনা মাঠে কাজে লাগাতে পারেনি যুক্তরাষ্ট্র দল। নেদারল্যান্ডসের কাছে ৩-১ গোলের বড় ব্যবধানে হেরে যায় তারা। এরপরই বাইডেনের সেই টুইটকে রিটুইট করেন ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুট। তিনি লেখেন, ‘দুঃখিত জো, ফুটবল জয়ী হয়েছে।’

বাইডেন যে বলেছেন, ইটস কল্ড সকার, সেটিকে ইঙ্গিত করেই এই প্রতিক্রিয়া জানিয়েছেন রুট। সঙ্গে একটা ঠাট্টার ইমোজিও দিয়েছেন। দুই দেশের নির্বাহী প্রধানের এমন খুনসুটি এখানেই শেষ হয়নি। রোববার সকালে আবারও প্রতিক্রিয়া জানিয়েছেন জো বাইডেন, শুভেচ্ছা জানিয়েছেন ডাচ দলকে। জো বাইডেন ও মার্ক রুটের এমন ঠাট্টা বেশ উপভোগ করেছেন নেটিজেনরা। তারাও এই টুইট পোস্টে এসে নানা ধরনের মন্তব্য করছেন।